≥ পৌরসভা/ইউনিয়নের নির্ধারিত স্থানে পশু কোরবানি করুন। জনসাধারণের চলাচল বিঘ্ন সৃষ্টি হয় এমন রাস্তার উপরে পশু জবাই করা হতে বিরত থাকুন।
≥ পশু জবাইয়ের পূর্বে নির্ধারিত স্থানে গর্ত করে, গর্তের মধ্যে রক্ত, গোবর ও পরিত্যক্ত অংশ রেখে ভাল ভাবে মাটি চাপা দিন।
≥ কোরবানির বর্জ্য অপসারণে পরিবেশ বান্ধব ব্যাগ অথবা পাত্র ব্যবহার করুন।
≥ জবাইকৃত পশুর উচ্ছিষ্টাংশ যত্রতত্র না ফেলে ডাস্টবিন অথবা নির্ধারিত স্থানে ফেলুন।
≥ কোরবানির গোশত বিতরণের ক্ষেত্রে পরিবেশসম্মত ব্যাগ অথবা পাত্র ব্যবহার করুন।
≥ কোরবানিকৃত পশুর বর্জ্য দ্রুত অপসারণে পৌরসভা/ইউনিয়ন পরিষদকে সহায়তা করুন এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করে ধর্মীয় ও নৈতিক দায়িত্ব পালন করুন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS