২১-২৭ এপ্রিল ২০১৩ জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে প্রাথমিক বিদ্যালয়ে ( উপানুষ্ঠানিক শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা, মক্তব, এতিমখানাসহ ভাসমান শিশু) ছাত্র-ছাত্রীদের (৫-১২ বছর) একসাথে বিনামূল্যে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে। আপনার শিশুটি যেন এই কার্যক্রম থেকে বাদ না পড়ে সেই দিকে বিশেষ নজর দেয়ার জন্য অনুরোধ করা হলো।
কৃমিমুক্ত থাকার জন্য আপনার করনীয়:
১। থাওয়ার পূর্বে ভালভাবে সাবান দিয়ে হত ধুয়ে ফেলুন এবং কাঁচা ফলমূল নিরাপদ পানিতে ধুয়ে নিন।
২। পায়খানা ব্যবহারের পর ভাল করে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন।
৩। নিয়মিত নক কাটুন ও জুতা ব্যবহার করুন।
৪। স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করুন।
৫। একই সময় নিজ ব্যবস্থাপনায় পরিবারের সকল সদস্যকেও কৃমিনাশক ঔষধ খাওয়ান।
বছরে ২বার অক্টোবর ও এপ্রিল মাসে এ কার্যক্রমের আওতায় বিনামূল্যে কৃমিনাশক ওষধ খাওয়ানো হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS