নরসিংদী জেলাধীন শিবপুর থানা ১৯১৮ সালের ১২ জানুয়ারি ৯টি ইউনিয়ন নিয়ে আত্মপ্রকাশ করে। বর্তমানে ১টি গ-শ্রেণীর পৌরসভা সম্পৃক্ত হয়েছে। শিবপুর উপজেলা ২৩.৫৬ হতে ২৪.০৭ ডিগ্রী উত্তর অক্ষরেখা এবং ৯০.৩৮ ডিগ্রী হতে ৯০.৫০ ডিগ্রী পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত। এ উপজেলা ২১৭.৭১ বর্গ কিলোমিটার জায়গা নিয়ে গঠিত। এ উপজেলার দক্ষিণে রায়পুরা, নরসিংদী সদর ও পলাশ উপজেলা, পূর্বে বেলাব ও রায়পুরা উপজেলা, উত্তরে মনোহরদী উপজেলা এবং পশ্চিমে পলাশ ও গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা অবস্থিত।
এ এলাকায় খড়গ রাজাদের শাসন আমল ছিল ৬০০-৭০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত। খড়গ রাজাদের ৫ জন রাজা ছিলেন। তাদের নাম: (১) রাজা খড়োগাদ্যাম, (২) মহারাজা জাতখড়গ, (৩) মহারাজা দেব খড়গ, (৪) রাজা রাজভ্রট্ট ও (৫) রাজা বলভ্রট্ট। এ বংশের প্রথম তিন রাজা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী এবং পরবর্তী দুই রাজা ছিলেন শৈব হিন্দু। এই শৈব শব্দ থেকে শিব শব্দের উৎপত্তি এবং তা থেকে জায়গাটির নাম শিবপুর নামকরণ করা হয়েছে বলে অনেকে মনে করেন। পূর্বে এলাকাটি হিন্দু দেবতা শিব পুজার কেন্দ্রবিন্দু ছিল। তাই ধারনা করা হয় হিন্দু দেবতা শিব এর নামানুসারে জায়গাটির নাম শিবপুর নামকরণ করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS