শিবপুর উপজেলার মানিকদী, শিমুলিয়া, দুলালপুর, ভিটি চিনাদী ও দরগারবন্দ গ্রামে।
শিবপুর বাসস্ট্যান্ড থেকে সিএনজি যোগে চিনাদী বিল।
শিবপুর উপজেলার ঐতিহ্যবাহী চিনাদী বিলকে ঘিরে তৈরি হয়ে হয়েছে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা। জেলা প্রশাসন, নরসিংদী এই স্থানটির নামকরণ করেছে ‘স্বপ্নচিনাদী’ নামে। উপজেলা সদর থেকে ৮ কিলোমিটার পশ্চিমে দুলালপুর ইউনিয়নে মানিকদী, শিমুলিয়া, দুলালপুর, ভিটি চিনাদী ও দরগারবন্দ এ ৫টি গ্রামের মিলনস্থলে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই চিনাদী বিল। প্রায় ৫শ’ ৫০ বিঘা আয়তনের স্বচ্ছ পানির এই বিলজুড়ে রয়েছে বক, চিল, মাছরাঙা, পান কৌড়ি, বালিহাঁস ইত্যাদি পাখির বিচরণ ক্ষেত্রসহ নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য ও নীল আকাশের নৈসর্গিক সৌন্দর্য্য দৃষ্টি কেড়েছে দর্শনার্থীদের মন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS