শিরোনাম
নরসিংদী জেলার শিবপুর উপজেলায় জি-টু-জি পক্রিয়ায় সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের চুড়ান্ত তালিকা ও করণীয়।
বিস্তারিত
নরসিংদী জেলার শিবপুর উপজেলায় জি-টু-জি পক্রিয়ায় সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য চুড়ান্তভাবে ২৭ জনকে ডিজিটাল পদ্ধতিতে লটারীর মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। এসকল কর্মীদের বাছাই আগামী ০৫/০২/২০১৩ খ্রি: তারিখ এবং ওরিয়েন্টেশন ট্রেনিং আগামী ০৭/০২/২০১৩ খ্রি: তারিখ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি, শাষপুর, শিবপুর, নরসিংদীতে অনুষ্ঠিত হবে। মোবাইল নম্বর: ০১৭১৪৭১৭০১২ এ বিষয়ে চুড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের প্রয়োজনীয় সকল সহায়তা দেয়ার জন্য ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের উদোক্তাদের বলা হলো। Good Conduct Certificate, সদ্য তোলা ৩ কপি ছবি (পিছনে সাদা), লটারীতে মনোনীত হওয়ার পর প্রাপ্ত কনফারমেশন কার্ড, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (যদি থাকে) ১ সেট ফটোকপিসহ বাছাই পরীক্ষায় উপস্থিত থাকতে হবে। বাছাই সম্পন্ন হওয়ার পর পরই ১০ (দশ) দিনের ওরিয়েন্টেশন কোর্স শুরু হবে; নিজস্ব ব্যবস্থাপনায় ১০ দিনের থাকা খাওয়ার প্রস্তুতি নিতে হবে। যাদের পাসপোর্ট নাই তাদের ১০ দিনের মধ্যে এমআরপি পাসপোর্ট সংগ্রহ করতে হবে (এ বিষয়ে প্রয়োজনীয় দাপ্তরিক সহায়তা টিটিসি হতে দেয়া হবে)। ওরিয়েন্টেশন বাছাইকৃত কর্মীরা মেডিক্যাল টেস্ট ফি ৩,৫০০/- টাকা, ওরিয়েন্টেশন কোর্স ফি ১,০০০/- টাকা সঙ্গে আনতে হবে।