Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
শিবপুরে দর্শনীয় স্থান
বিস্তারিত

ক্র:

নাম

কিভাবে যাওয়া যায়

অবস্থান

সোনাইমুড়ি পাহাড়

ঢাকা-সিলেট মহাসড়কের কুন্দারপাড়া বাস ষ্টেশন নেমে রিক্সা যোগে কিংবা ঢাকা-সিলেট মহাসড়কের সোনাইমুড়ি পাহাড়ের সামনে এসে নামা যায়।

 

আশ্রাফপুর গায়েভী জামে মসজিদ

শিবপুর বাস্ট্যান্ড থেকে উত্তর দিকে রিক্সা বা অটো দিয়ে ১০ মিনিটের রাস্তা। পাঁচভাগা নঈম উদ্দীনের ধানের খলা থেকে পূর্ব দিকের রাস্তা দিয়ে আশ্রাফপুর গায়েভী জামে মসজিদে যাওয়া যায়।

 

শহীদ আসাদের সমাধিস্থল

নরসিংদী জেলাধীন শিবপুর উপজেলার শিবপুর কলেজ গেইট বাস ষ্টেশন হতে রিক্সা/অটো-রিক্সা/সিএনজি যোগে ধানুয়া গ্রামে শহীদ আসাদের সমাধিস্থলে যাওয়া যায়।

 

জমিদার মোহনী মোহন সাহার বাড়ী

শিবপুর ইটাখোলামোড়/শিবপুর কলেজ গেইট হতে সিএনজি/অটোরিক্সা যোগে উত্তর সাধারচর গারদ বাজার নেমে পশ্চিম দিকে ১০ মিনিট পায়ে হেঁটে জমিদার মোহনী মোহন সাহার বাড়ী যাওয়া যায়। শিবপুর ইটাখোলামোড়/শিবপুর কলেজ গেইট হতে পশ্চিমে দিকে ১০ কিলোমিটার দূরত্বে উত্তর সাধারচর গারদ বাজার অবস্থিত।

 

লাখপুর জমিদারবাড়ী

শিবপুর বাস স্টেশন হতে সিএনজি/অটোরিক্সা যোগে লাখপুর জমিদার বাড়ী যাওয়া যায়।

 

ধুপিরটেক বৌদ্ধ পদ্ম মন্দির

শিবপুর উপজেলা হতে সিএনজি/টেম্পু/অটো রিক্ষা যোগে জয়নগর চৌরাস্তা। জয়নগর চৌরাস্তা হতে অটো রিক্স/রিক্সা যোগে কামরাব ধুপিরটেক রেজিষ্টার বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের পার্শে ।

 

জানখারটেক পুরাকীর্তি

শিবপুর সদর/চৈতন্যা বাস স্টেশন হতে সিএনজি যোগে জানখারটেক যাওয়া যায়

 

টুঙ্গিরটেক প্রত্নতাত্বিক নিদর্শন

শিবপুর/চৈতন্যা বাস স্টেশন হতে সিএনজি যোগে টুঙ্গিরটেক যাওয়া যায়

 

কুমরাদী শাহ মনসুরের মসজিদ ও দরগাহ

ইটাখোলা বাস স্টেশন হতে রিক্সা/সিএনজি যোগে কুমরাদী যাওয়া যায়

 

১০

লটকন বাগান

শিবপুর উপজেলা বাসস্ট্যান্ড অথবা কলেজ গেইট থেকে সিএনজি যোগে ১০ কিলোমিটার দূরে আজকিতলা বাজার (জয়নগর ইউনিয়ন পরিষদের সামনে); যেতে সিএনজি ভাড়া (রিজার্ভ) নিবে ১৫০ টাকা। আজকিতলা বাজারে নেমে কাউকে জিজ্ঞাসা করলেই লটকন বাগান দেখিয়ে দেবে। আজকিতলা বাজার থেকে মিনিট খানেক হাটলেই লটকন বাগান দেখতে পাবেন।

 

অথবা ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরস্ত কামারটেক বাসস্ট্যান্ড থেকে সিএনজি যোগে ০৬ কিলোমিটার দূরে আজকিতলা বাজার (জয়নগর ইউনিয়ন পরিষদের সামনে); যেতে সিএনজি ভাড়া (রিজার্ভ) নিবে ১০০ টাকা। আজকিতলা বাজারে নেমে কাউকে জিজ্ঞাসা করলেই লটকন বাগান দেখিয়ে দেবে। আজকিতলা বাজার থেকে মিনিট খানেক হাটলেই লটকন বাগান দেখতে পাবেন।

 

লটকন বাগানে যেতে সহায়তার জন্য ০১৭২৬৬৭৭৩৩৫ (শাহীন মৃধা, গ্রাম: আজকিতলা, ইউনিয়ন: জয়নগর, উপজেলা: শিবপুর, জেলা: নরসিংদী)

 

১১

চিনাদী বিল

শিবপুর বাসস্ট্যান্ড থেকে সিএনজি যোগে চিনাদী বিল।