Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মুক্তিযুদ্ধে শিবপুর

 

 

নরসিংদী জেলাধীন শিবপুরে ঐতিহাসিক মুক্তিযুদ্ধের সময় গড়ে উঠে এক বিশাল মুক্তিবাহিনী। মুক্তিবাহিনীর বেশি ভাগ প্রশিক্ষণ ক্যাম্প ছিল শিবপুরের পাহাড়ি এলাকা জয়নগর ও বাঘাব ইউনিয়নে। ঐ সময় এসব পাহাড়ি এলাকা দ্বিতীয় আগরতলা হিসেবে পরিচিত ছিল। মুক্তিযুদ্ধের প্রথম থেকেই শিবপুরে চলতে থাকে একের পর এক অপারেশন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে পুটিয়া ও চন্দনদিয়া অপারেশন। ১১ আগষ্ট হানাদার বাহিনী নরসিংদী থেকে পুটিয়ার দিকে অগ্রসর হতে থাকলে মজনু মৃধার নেতৃত্বে মুক্তিযোদ্ধারা পুটিয়া ব্রীজের কাছে তাদের গতি রোধ করে দেয়। প্রবল যুদ্ধের পর ক্যাপ্টেনসহ কয়েকজন হানাদার খতম হয়। শহীদ হন ফজলু। ২৬ সেপ্টেম্বর সংঘটিত চন্দনদিয়ার যুদ্ধে শহীদ হন মোতালেব ও ইদ্রিস। নিহত হন ৩জন পাক সেনা। স্বাধীনতা যুদ্ধের দীর্ঘ নয় মাসে খন্ড যুদ্ধ ও সংঘঠিত অপারেশনে শিবপুরে ১৪জন বীরমুক্তিযোদ্ধা শহীদ হন।

 

শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড:

 

ভোট গ্রহণ        : ২৬/৬/২০১০ খ্রি:, সময়: বেলা ৯.০০-৪.০০ ঘটিকা পর্যন্ত (ভেন্যু: শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয়)

দায়িত্ব হস্তান্তর  : ০৭/০৭/২০১০ খ্রি:

 

ক্র: নং

পদের নাম

নির্বাচিত প্রার্থীর নাম

ঠিকানা

কমান্ডার

আজিজুর রহমান খান

মজলিশপুর, শিবপুর

ডেপুটি কমান্ডার

আ: মোতালিব খান

ছোটাবন্দ, শিবপুর

সহ. কমান্ডার (সাংগঠনিক)

মো: আ: হাই মৃধা (যোদ্ধাহত)

নোয়াদিয়া, শিবপুর

সহ. কমান্ডার (পুনর্বাসন, সমাজকল্যাণ, শহীদ ও যুদ্ধাহত)

মো: মতিউর রহমান

জয়মঙ্গল, শিবপুর

সহ. কমান্ডার (তথ্য ও প্রচার)

মো: আলাউদ্দীন ভূঞা

দত্তেরগাঁও মধ্যপাড়া, শিবপুর

সহ. কমান্ডার (অর্থ)

এ, কে, এম ফজলুর রহমান নাজির

লাখপুর, শিবপুর

সহ. কমান্ডার (দপ্ত ও পাঠাগার)

মোহাম্মদ আলী

মুরগীবের, শিবপুর

সহ. কমান্ডার (ক্রীড়া ও সাংস্কৃতিক)

মো: শাহজাহান মিয়া

ভংগারটেক, শিবপুর

কার্যকরী সদস্য

নাজমুল কবির

সৈয়দনগর, শিবপুর

১০

কার্যকরী সদস্য

মো: সোনা মিয়া

বাজনাব, শিবপুর

১১

কার্যকরী সদস্য

মাজু মিয়া

মধ্যনগর, দুলালপুর