হংকং এ গমনেচ্ছকু নারী শ্রমিকদের নিবন্ধন কার্যক্রম ঢাকা ও বরিশাল বিভাগে শুরু হকে: ১৮-২২ এপ্রিল,২০১৩ পর্যন্ত। নরসিংদী জেলাধীন শিবপুর উপজেলার সকল ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে নির্ধারিত তারিখে নিবন্ধন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।
সরকারি ব্যবস্থাপনায় বিদেশ যেতে আগ্রহী নারীদের জন্য সারা দেশে নিবন্ধন শুরু করতে যাচ্ছে সরকার। আগামী ৭ এপ্রিল দেশব্যাপী এ নিবন্ধন শুরু হবে। শুধু ইউনিয়ন ও নগর তথ্যসেবা কেন্দ্রে নিবন্ধন করা যাবে। সরকার সবার সহযোগিতায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সফলভাবে নিবন্ধন সম্পন্ন করেছিল। একইভাবে এবার নারীদের জন্য নাম নিবন্ধন শুরু হচ্ছে। নিবন্ধিত এই তালিকা থেকে প্রশিক্ষণ দিয়ে নারীদের বিদেশে পাঠানো হবে।
বিস্তারিত জানতে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুারোর চিঠি ডাউনলোড করুন।
হংকং গমনেচ্ছু নারী কর্মীদের অনলাইন রেজিস্ট্রেশনের সময়সূচি নিম্নরূপ:
৭-১১ এপ্রিল, ২০১৩-রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগ
১২-১৩ ও ১৫-১৭ এপ্রিল, ২০১৩-খুলনা ও চট্টগ্রাম বিভাগ
১৮-২২ এপ্রিল, ২০১৩-ঢাকা ও বরিশাল বিভাগ।
প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নিবন্ধন চলবে। শুধু নির্ধারিত ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র ও নগর তথ্যসেবা কেন্দ্রে এই নিবন্ধন করা যাবে।
নিবন্ধনের মধ্যে কয়েকটি শ্রেণী থাকবে। হংকং যেতে আগ্রহীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে ন্যূনতম মাধ্যমিক (এসএসসি) পাস। তাঁদের সেখানকার ভাষা শিখতে হবে। এ জন্য দুই মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। তাঁদের বেতন হবে মাসিক ৫০৫ মার্কিন ডলার। আর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গৃহকর্মী হিসেবে যেতে আগ্রহীদের নূন্যতম অষ্টম শ্রেণী পাস হতে হবে। তাঁদের বেতন হবে ন্যূনতম ২০০ মার্কিন ডলার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস